ভাইরাসের সঙ্গে বসবাস শিখছে অস্ট্রেলিয়ার রাজ্যগুলো

| সোমবার , ২০ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরনের বিস্তুতি মোকাবেলায় হিমশিম খাওয়া অস্ট্রেলিয়ায় এবার একদিনে নতুন এক হাজার ৬০৭ কোভিড রোগী শনাক্ত হয়েছে। খবর বিডিনিউজের।
পরিস্থিতির কারণে বাধ্য হয়ে দেশটির বিভিন্ন রাজ্য ও অঞ্চল এখন প্রাদুর্ভাব নির্মূলের পরিবর্তে ধীরে ধীরে ভাইরাসের সঙ্গে বসবাসে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশের বাস যে রাজ্যে, সেই ভিক্টোরিয়ায় রোববার নতুন ৫০৭ কোভিড রোগী পাওয়ার কথা জানিয়েছে। রাজ্যটির প্রধানমন্ত্রী ডেনিয়েল অ্যান্ড্রুজ জানিয়েছেন, শনাক্ত রোগী পাওয়া যাক বা না যাক, রাজ্যের ১৬ ও তার বেশি বয়সীদের মধ্যে ৭০ শতাংশের টিকাদান হলেই কয়েক সপ্তাহব্যাপী চলা লকডাউনের ইতি ঘটবে। ২৬ অক্টোবর নাগাদ ভিক্টোরিয়া এ লক্ষ্যে পৌঁছাতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। রাজ্যটিতে এখন পর্যন্ত ১৬ বা তার বেশি বয়সীদের ৪৩ শতাংশ টিকার সব ডোজ পেয়েছেন। পুরো অস্ট্রেলিয়ায় এ সংখ্যা ৪৬ শতাংশের খানিকটা বেশি। সাবধানতার সঙ্গে করবো, কিন্তু ভুল করা যাবে না, আমাদেরকে এটি খুলে দিতে হবে। আর কোনো বিকল্প নেই। লকডাউন দেওয়া হয়েছে যেন এই সময়ের মধ্যে ৭০ থেকে ৮০ শতাংশকে টিকা দেওয়া যায়, বলেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধমাঠে ঘাম ঝরাচ্ছেন তামিম-মুশফিক
পরবর্তী নিবন্ধতিনদিনের মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরলেন চার পর্যটক