বিশ্বসেরা গবেষকদের তালিকায় আইআইইউসির ১২ শিক্ষক

| রবিবার , ১৭ অক্টোবর, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’র ১২ জন শিক্ষক বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন। ওয়ার্ল্ড অ্যালপার ডগার সায়েন্টিফিক ইনডেক্সে প্রকাশিত মোট ৭ লক্ষ ৯ হাজার ৬৭৭ জন বিশ্বসেরা গবেষকদের তালিকায় বাংলাদেশের ১ হাজার ৭৯৬ জন গবেষকের নাম স্থান পেয়েছে।
১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করেছে ওয়ার্ল্ড অ্যালপার ডগার সায়েন্টিফিক ইনডেক্স। প্রকাশিত তালিকায় আইআইইউসির গবেষকদের মধ্যে প্রথম স্থানে আছেন ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষক ড. সিকদার সানবিম ইসলাম। এছাড়া তালিকায় স্থানপ্রাপ্ত আইআইইউসির অন্য শিক্ষক-গবেষকরা হলেন রিসার্চ এন্ড পাবলিকেশন সেন্টারের ডিরেক্টর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান, কম্পিউটার এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিসিই) বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ সাইফুদ্দিন, মো. আমজাদ হোসেন, মোহাম্মদ আবু সাঈদ, মাসুদুর রহমান, ড. নেজামুল হক, ড. শহীদুল ইসলাম খান, মোহাম্মদ ফয়সল ও সৈয়দ মোহাম্মদ তারেক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
পরবর্তী নিবন্ধচবি মেডিকেল সেন্টারে করোনার টিকা কার্যক্রম শুরু