চবি মেডিকেল সেন্টারে করোনার টিকা কার্যক্রম শুরু

| রবিবার , ১৭ অক্টোবর, ২০২১ at ১০:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য চবি ক্যাম্পাসে করোনা টিকা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার চবি মেডিকেল সেন্টারে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন এবং বক্তব্য দেন, চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান। চবি চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সৈয়দ মোহম্মদ ইমতিয়াজ হোসাইন। উপস্থিত ছিলেন চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা, চবি চিকিৎসা কেন্দ্রের চিকিৎসকবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উপাচার্য টিকা কার্যক্রম উদ্বোধনকালে চবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এ টিকা কার্যক্রম চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিবারের যারা এখনো টিকা নিতে পারেননি তাদের সকলকে পর্যায়ক্রমে টিকা দেয়া হবে।
উল্লেখ্য, হাটহাজারী কেন্দ্রসহ অন্যান্য কেন্দ্রে নিবন্ধনের পর টিকা গ্রহণের এসএমএস পাওয়া সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ চবি মেডিকেল সেন্টার টিকা কেন্দ্র থেকে সপ্তাহে ৩ দিন টিকা গ্রহণ করতে পারবেন। চবির একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার পূর্বেই একডোজ টিকা নিশ্চিতকল্পে এ কার্যক্রমে শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বসেরা গবেষকদের তালিকায় আইআইইউসির ১২ শিক্ষক
পরবর্তী নিবন্ধচিটাগাং প্রেসিডেন্সী লায়ন্স ক্লাবের চার্টার নাইট