পণ্য ও সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের মতবিনিময়

| মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৭:৫৫ পূর্বাহ্ণ

নগরীর মাদারবাড়ী আন্তঃজেলা মালামাল পরিবহণ সংস্থা ট্রাক ও কার্ভাডভ্যান মালিক সমিতির কার্যালয়ে মালিক শ্রমিক সমন্বয় পরিষদ পুনর্গঠন ও কল্যাণ তহবিল কার্যক্রম চালু, ২৪ জুলাই সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ধর্মঘটসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ পণ্য পরিবহন ও সড়ক পরিবহন শ্রমিকদের উদ্যোগে মালিক শ্রমিক সমন্বয় পরিষদের মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্‌বায়ক নুরুল আবসারের সভাপতিত্বে ও প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদের সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মান্নান, প্রধান বক্তা ছিলেন আন্তঃজেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অলি আহম্মদ অলি, বিশেষ অতিথি ছিলেন জেলা কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সফিকুর রহমান, প্রাইম মুভার ওনাস এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর ছিদ্দিক, মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব গোলাম মাওলা প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ফুটবল খেলতে গিয়ে আহত তরুণের মৃত্যু
পরবর্তী নিবন্ধহাসিনা বেগম