নামে আংশিক মিল কারাগারে নিরীহ ব্যক্তি

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ ডিসেম্বর, ২০২০ at ৬:২৫ পূর্বাহ্ণ

পরোয়ানাভুক্ত এক আসামির সাথে শুধুমাত্র নামের আংশিক মিলের কারণে জাহেদুল আলম নামে নিরীহ এক ব্যক্তি গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গত ৫ ডিসেম্বর হাটহাজারী থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি দেখিয়ে মো.জাহেদুল আলম নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। জেলে যাওয়া ওই ব্যক্তির হাটহাজারীতে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। জাহেদুল আলমের পক্ষে আইনী লড়াই চালিয়ে যাওয়া অ্যাডভোকেট মোহাম্মদ এমরান নাঈম জানান, আদালতের পরোয়ানাভুক্ত প্রকৃত আসামির নাম জাহিদুল আলম। ইসলামী ব্যাংক হালিশহর শাখা থেকে প্রকৃত আসামির জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি আনা হয়েছে। সেখানে দেখা যায়, ওয়ারেন্টের ব্যক্তির ছবির সাথে গ্রেপ্তার হয়ে জেলে যাওয়া ব্যক্তির চেহারার কোনো মিল নেই। জাহেদুল ও জাহিদুলের নামের খানিকটা মিল থাকলেও তাদের বাবা ও মায়ের নাম ভিন্ন। জাতীয় পরিচয়পত্রও ভিন্ন। কাকতালীয়ভাবে দুজনেরই বাড়ি হাটহাজারীর কাটিরহাটের ধলই ইউনিয়নে। অথচ মামলায় জাহেদুল আলম গ্রেপ্তার হয়ে জেল খাটছেন। এরমধ্যে বিষয়টি আদালতের নজরে আনা হয়েছে। পরিবারের অভিযোগ, হাটহাজারী থানা পুলিশ যাচাই-বাছাই না করেই প্রকৃত আসামি ‘জাহিদুল আলমের’ বদলে জাহেদুল আলমকে জেলে পাঠিয়েছে।
জানা গেছে, দক্ষিণ পতেঙ্গার এমএস ব্রাইড সোপ কারখানার মালিক জাহিদুল আলম। তিনি ওই ফ্যাক্টরির নামে ইসলামী ব্যাংক হালিশহর শাখা থেকে ৫ লাখ ৬৩ হাজার টাকা ঋণ নেন। ঋণ খেলাপি হওয়ায় জাহিদুল আলমের বিরুদ্ধে করা মামলায় তাঁর সাজা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে করোনা শনাক্ত ২৭ হাজার ছুঁইছুঁই
পরবর্তী নিবন্ধপুকুরে ইট বাঁধা নারী, ঝোপে পুরুষ