নানা আয়োজনে ভাষা শহীদদের স্মরণ

আজাদী ডেস্ক | শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫৮ পূর্বাহ্ণ

নানা আয়োজনে চট্টগ্রাম মহানগরী ও জেলা-উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করেছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন।
দক্ষিণ পতেঙ্গা ৪১নং ওয়ার্ড : মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরীর নেতৃত্বে শোক র‌্যালি নিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বীর মুক্তযোদ্ধা নুরুল আলম টেন্ডল, পতেঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এ এস এম ইসলাম, সহ-সভাপতি নরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, আবুল হোসেন, ওয়াহিদুল আলম মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, ইসলাম, সৈয়দ হোসেন, মহানগর কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন, আ.লীগ নেতা কামরুল ইসলাম রাশেদ, ওয়াহিদুল আলম চৌধুরী, যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন রাজু, সহ-সভাপতি লোকমান, ফোরকান, পারভেজ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি লোকমান হাকিম, হারুন মেম্বার, বেলাল, ইয়াছিন, কামরুল হাসান, সোহেল, ওমর ফারুক, কৃষকলীগের সভাপতি মুক্তার, সাধারণ সম্পাদক আলী আকবর, পতেঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি হাসান হাবিব সেতু।
মহানগর তাঁতী লীগ : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মহানগর তাঁতী লীগের সভাপতি নুরুল আমিন মানিক, সাধারণ সম্পাদক রত্নাকর দাশ টুনু, সহ-সভাপতি শহীদ উদ্দীন, এসএম আহসানুল কবির চৌধুরী টিটু, রূপক চৌধুরী, দিদারুল আলম, মো. সরোয়ার সরকার, সাইফুল ইসলাম মারুফ, জাহাঙ্গীর আলম, রাজশ্রী মজুমদার চৌধুরী, যীশু কুমার তালুকদার, অ্যাড. তারিকুল ইসলাম চিশতি, কফিল উদ্দিন, মো. লাভলু, ইব্রাহিম মিন্টু, মো. মহিউদ্দিন, রিপন, তৌহিদ স্বপন, মো. শাওন উদ্দিন, জাবেদ সেলিম প্রমুখ।
হুলাইন ছালেহ্‌-নূর ডিগ্রি কলেজ : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হুলাইন ছালেহ্‌-নূর ডিগ্রি কলেজে প্রভাতফেরী, র‌্যালি, শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভার মাধ্যমে একুশে দিবস উদযাপন করা হয়। কলেজের অধ্যক্ষ ছন্দা চক্রবর্ত্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সভায় সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক সত্যানন্দ বড়ুয়া এবং আলোচনায় অংশগ্রহণ করেন, অধ্যাপক হেলাল উদ্দীন চৌধুরী, অধ্যাপক আযম খান, অধ্যাপক আবদুল হান্নান সিকদার, অধ্যাপক মাঈনুল হাসান, অধ্যাপিকা সুমি রানী বণিক, অধ্যাপিকা উম্মে ফাতেমা, অধ্যাপিকা তানিয়া সুলতানা রশিদ, অধ্যাপিকা সুস্মিতা মজুমদার, অধ্যাপিকা কাশফিয়া নওশীন, অধ্যাপক আরিফুল হক নিজামী।
মাতৃভাষা দিবস উদযাপন পরিষদ বন্দর : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদ বন্দর এলাকার উদ্যোগে প্রভাত ফেরী পোর্ট কলোনি ১২নং সড়কস্থ শহীদ মিনার পাদদেশ হতে শুরু হয়ে কাস্টম হাউস প্রদক্ষিণ করে শহীদ মিনার পাদদেশে শেষ হয়। শেখ রাসেল স্মৃতি সংসদ কার্যালয়ে ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেখ রাসেল স্মৃতি সংসদ কার্যালয়ে বন্দর থানা আ.লীগের অর্থ সম্পাদক শওকত হোসেন জগলুর সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা তানজীব আহসান জিবুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. সেলিনা আখতার। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন মোর্শেদ। আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রেদোয়ানুল হক, বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ মেজবাহুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, রাশেদ, রফিকুল ইসলাম শিবলী, বিপ্লব শীল, ফজলুর রহমান, শহীদুল মালিক মিরাজ, আতিকুর রহমান বিপ্লব, মামুনর রহমান রঞ্জু, ফররুখ আহমেদ পাবেল, অমিতাভ চৌধুরী বাবু, আবুল মনসুর টিটু, কবির আহমেদ, আলাউদ্দিন আলো, রাজিব দাশ, ফয়সাল আহমেদ নোবেল প্রমুখ।
চাঁদপুরা ওয়েল ফেয়ার সোসাইটি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারে চাঁদপুরা ওয়েল ফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাহমুদল হক মজনু, সাধারণ সম্পাদক আল আমীন হাওলাদার, মহিউদ্দিন হোসাইন, আবুল হোসেন, নুর উদ্দিন, রবিউল, রনি ইসলাম প্রমুখ।
মাবুদ ফাউন্ডেশন ও স্মৃতি পাঠাগার : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাঁশখালী আবদুল মাবুদ ফাউন্ডেশন ও স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে আলোচনা সভা চাঁদপুরস্থ ফাউন্ডেশন ভবনে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর বেলগাঁও চা-বাগানের ম্যানেজার আবুল বশর। বক্তব্য রাখেন চা বাগানের সহকারী ম্যানেজার কাজী আবদুল হক, আবদু ছবুর মোস্তাক আহাম্মদ, ফরহাদ হোসেন, মোঃ শাহাদাত আবদুর রহিম, মোঃ ইলিয়াছ, মোহাম্মদ মঞ্জুরুল আলম প্রমুখ।
বোয়ালখালী ছাত্রলীগ : শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ- সভাপতি ও উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোরশেদ আলম, দক্ষিণ জেলা ছালীগের সহ সভাপতি ও বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ মাসুদ, জাবেদ হোসেন, খলিলুর রহমান, ইরফানুল ইসলাম ওয়াজ, মিজানুর রহমান বাপ্পি, মো. ঈছা, নয়ন শর্মা, জুয়েল নাথ, রংধনু সেন, সৈকত বুলেট, ইরফানুল কাদের, আলী আজগর, সাহেদ আলম, রবিন মজুমদার, কাকন সেন, মোহাম্মদ মোজাম্মেল, নয়ন নাথ প্রমুখ।
ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়: গত ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহরাব হোসেন মোড়লের সভাপতিত্বে ও সাজিয়া আফরিন কুহেলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নিউরোসার্জন ডা. মোহাম্মদ কামাল উদ্দীন। বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক অমর নাথ চৌধুরী, মো. আলী নাসের চৌধুরী, মো. শোয়াইব, মো. শওকতের রহমান, মো. আতিকুল ইসলাম, মো. সোলাইমান, মাওলানা সাইফুল আলম, পুতুল রাণী নাথ, কামরুল ইসলাম, শিখা রাণী দেবী, আজিজুল হক, মাওলানা মো. হাসেম, শফিউল আলম, লায়ন আর. কে মুহুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজাহাজ থেকে ভোজ্যতেল চুরি করে বিক্রি গ্রেপ্তার ১২
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনগামী বে ওয়ান জাহাজের ইঞ্জিনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক