জাহাজ থেকে ভোজ্যতেল চুরি করে বিক্রি গ্রেপ্তার ১২

ট্যাংকার ও লরি জব্দ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা ট্যাংকার থেকে অপরিশোধিত ভোজ্যতেল চুরি করে খোলা বাজারে বিক্রি করে, এমন একটি চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে সদরঘাট থানার নৌ পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে কর্ণফুলী ১২ নম্বর ঘাট এলাকা থেকে তানিশা এন্টারপ্রাইজের চুরি হওয়া এগারো হাজার লিটার তেলসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮ লাখ ৮০ হাজার টাকার চুরি করা তেল পরিবহনে ব্যবহৃত ট্যাংকার ও লরি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো হুমায়ুন কবির (৪৫), মো. দুলাল বেপারি (৫৫), মো. ফিরোজ বেপারি (২৭), আব্দুর রহমান (২৮), মো. সাকিল (২৪), মো. আব্দুর রহমান (৩২), আব্দুল জলিল হাওলাদার (৪০), মো. ফরিদ আকন (২৮), মো. বাচ্চু মিয়া (৪৮), মো. সোহেল হাওলাদার (২২), মো. রুবেল (৩০) এবং মো. রাব্বি (২২)। চট্টগ্রাম নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা আজাদীকে বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জাহাজ থেকে তেল চুরি করে বিক্রি করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি ১৩ নম্বর ঘাট এলাকায় কর্ণফুলী নদীর উত্তর পার লালদিয়ার চর ডিপোর পিছনে জাহাজ থেকে অপরিশোধিত ভোজ্যতেল চুরি করে সড়ক পথে নেওয়া হবে। তারপরই আমরা অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ১২ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তবে মো. হারুন অর রশিদ (৪২) ও মো. জসিম উদ্দিন (৩৫) নামের দুজন পালিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধপড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রয়োজন রয়েছে
পরবর্তী নিবন্ধনানা আয়োজনে ভাষা শহীদদের স্মরণ