চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত হবে বাংলা বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা। পহেলা বৈশাখ পালনকে ঘিরে এই আয়োজনের বেশি দেরি নেই। ঝড়–রোদ্দুরের বৈশাখ দরজায় কড়া নাড়ছে। তাই রংতুলির আছড় লেগেছে চারুকলা প্রাঙ্গণে। ইন্সটিটিউটের মূল ফটকের ওয়ালে ম্যুরাল তৈরি করেছেন তারা। আরো থাকবে ছড়া ও মুখোশ তৈরি। ম্যুরাল চিত্রে রাঙিয়ে দিবেন চারুকলাকে। পহেলা বৈশাখের দিন সকাল সাড়ে দশটায় আয়োজিত হবে বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্য মঙ্গল শোভাযাত্রা।
তবে প্রশাসন চারুকলা ইনস্টিটিউটকে বন্ধ ঘোষণা করায় শিক্ষার্থীরা নিজেদের পকেট মানি দিয়ে বর্ষবরণের সিদ্ধান্ত নিয়েছেন। এতে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে তাদের। ইতিমধ্যে, গণফান্ডের আহ্বান জানিয়েছেন চারুকলার শিক্ষার্থীরা। অর্থ সংকুলানে তাদের এই আহ্বান।
চারুকলা শিক্ষার্থীদের বর্ষবরণের আয়োজন নিয়ে স্নাতকোত্তর কোর্সের শিক্ষার্থী মো. ইব্রাহিম বলেন, আমরা প্রায় ৩০ শতাংশ কাজ শেষ করেছি। আমরা শহরের চারুকলা ক্যাম্পাসের মূল ফটকের দেওয়ালে বৈশাখী ম্যুরাল তৈরি করেছি। অন্যান্য পেইন্টিংয়ের কাজ চলমান। আমরা ছড়া, মুখোশ ও ড্যামি তৈরি করব।
পহেলা বৈশাখের দিন সকাল সাড়ে দশটায় আমরা মঙ্গল শোভাযাত্রা আয়োজন করব। তিনি আরো বলেন, এই ধরনের আয়োজনে ফান্ডিংয়ের একটা বিষয় আছে। চারুকলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছ থেকে আমরা গণফান্ডিংয়ের আহ্বান করেছি। আশা করি প্রশাসন সহযোগিতা না করলেও আমরা পরিকল্পনা মাফিক বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করতে পারব।