চিটাগাং প্রেসিডেন্সী লায়ন্স ক্লাবের চার্টার নাইট

দৈনিক আজাদী ও বিসিবি পরিচালক মঞ্জুকে সম্মাননা

| রবিবার , ১৭ অক্টোবর, ২০২১ at ১০:৫২ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রেসিডেন্সীর ৪৪তম চার্টার নাইট, ক্লাবের নতুন মেম্বারদের পরিচিতি পর্ব, প্রাক্তন জেলা গভর্নর এবং প্রাক্তন সভাপতিদের সংবর্ধনা প্রদান সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৬২ বছরে সাফল্য যাত্রায় দৈনিক আজাদীকে সম্মাননা জানানো হয়। আজাদী পরিবারের পক্ষে প্রাক্তন জেলা গভর্নর ও দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক এবং লায়ন কামরুন মালেককে সম্মাননা উপহার তুলে দেয়া হয়। এছাড়াও প্রাক্তন জেলা গভর্নর লায়ন মঞ্জুর আলম মঞ্জুকে বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় সংবর্ধিত করা হয়। নগরীর চিটাগাং ক্লাবে অনুষ্ঠানে চার্টার এ্যানিভার্সেরী উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন মো. হারুন ইউসুফ এবং অনুষ্ঠানের প্রিসাইডিং অফিসার ও ক্লাব প্রেসিডেন্ট লায়ন মাহমুদ হাসান কেক কেটে ক্লাবের ৪৪তম জন্মবার্ষিকী উদযাপন করেন। এতে অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী। প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন এম এ মালেক, লায়ন এম শামসুল হক, লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন আলহাজ্ব রফিক আহমেদ, লায়ন নুরুল ইসলাম, লায়ন এস এম শামসুদ্দীন, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মোস্তাক হোসাইন, লায়ন শাহ আলম বাবুল, লায়ন মো. মঞ্জুর আলম মঞ্জু এবং লায়ন কামরুন মালেক। উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন আশরাফুল আলম আরজু, কেবিনেট ট্রেজারার লায়ন আবু বক্কর সিদ্দীকি, জিএটি টিমের নেতৃবৃন্দ লায়ন জি কে লালা, লায়ন ওসমান গণি, লায়ন হাসান মাহমুদ চৌধুরী, লায়ন মোসলেহ উদ্দীন খান। লায়ন মো. হুমায়ূন কবির, লায়ন জাহাঙ্গীর আলম জোসেফ এবং লায়ন নাসরীন আরা ফেরদৌসের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন লায়ন মো. নাসির উদ্দীন, লায়ন এমদাদ হোসাইন, লায়ন মহসিন আলী মহসিন, লায়ন মো. খোরশেদ আলম, লায়ন মো. রোকনুজ্জামান রাশেদ, লায়ন মো. মোরশেদ হোসাইন, লায়ন ডা. রেজাউল ইসলাম, লায়ন স্থপতি রিদওয়ানুল হক, লায়ন কাজী রাকিবুল ফায়েজ, লায়ন শামীম আকবর চৌধুরী, লায়ন মঞ্জুর আলম, লায়ন এস এম কুতুব উদ্দীন, লায়ন বিদেশ বড়ুয়া, লায়ন তানভীর ইসলাম, লায়ন মো. কায়ছার চৌধুরী, লায়ন সাফায়েত হাসান চৌধুরী, লায়ন ইফতেখার আলী, লায়ন হোসাইন তৌসিফ আহমেদ, লায়ন আদনান পাশা রাফি প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি লায়ন কাজী আকরাম উদ্দীন আহমেদের লিখিত বক্তব্য পাঠ করেন লায়ন জারিন তাসনিম মাইশা। অনুষ্ঠানে ক্লাবের প্রাক্তন সভাপতি মরহুম লায়ন আলহাজ্ব মো. কিবরিয়াকে মরণোত্তর আজীবন সম্মাননা প্রদান করা হয়। এতে প্রাক্তন জেলা গভর্নরদের পক্ষ হতে পিডিজি লায়ন আলহাজ্ব রফিক আহমেদ ২০২২-২০২৩ লায়ন সেবা বর্ষের জন্য লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিষ্ট্রিক্ট-৩১৫বি৪, বাংলাদেশ এর দ্বিতীয় ভাইস জেলা গভর্নর পদপ্রার্থী হিসেবে ক্লাবের প্রাক্তন সভাপতি ও রিজিয়ন চেয়ারপারসন হেড কোয়ার্টার লায়ন মো. হারুন ইউসুফের নাম ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি মেডিকেল সেন্টারে করোনার টিকা কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধরংধনু গণপাঠাগারে বই আড্ডা