গোলযোগের মধ্যেই তারেক জোবায়দার মামলায় আরেকজনের সাক্ষ্যগ্রহণ

| বৃহস্পতিবার , ১ জুন, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইনজীবীদের হট্টগোলের মধ্যেই তারেক রহমান এবং তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় আরেক সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে।

গতকাল বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান ঢাকার জেলা প্রশাসক কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা শাহ আলমের সাক্ষ্য নেন। বেলা ৩টা ১০ মিনিট থেকে ৩টা ২৫ মিনিট পর্যন্ত এ সাক্ষ্যগ্রহণ চলে। এ সময়ও দুই পক্ষের আইনজীবীদের পাল্টাপাল্টি স্লোগান চলছিল। এনিয়ে বাদীসহ আটজনের সাক্ষ্যগ্রহণ হল। মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষী রয়েছেন ৫৭ জন। খবর বিডিনিউজের।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দেড় দশক আগের এই মামলায় এই বছরের এপ্রিলেই বিচার শুরু হয়েছে। বিএনপির অভিযোগ, এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

সাক্ষ্যগ্রহণের আগে বেলা আড়াইটা থেকে বিএনপির আইনজীবীরা ঢাকা মহানগর দায়রা জজ আদালত কক্ষের সামনে অবস্থান নিয়ে বিচার বন্ধের দাবিতে স্লোগান তোলে। তখন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরাও আদালত কক্ষের ভেতরে অবস্থান নিয়ে মামলা চলার পক্ষে স্লোগান দেয়। তুমুল হৈ চৈয়ের মধ্যে আদালত কক্ষের দরজার সামনে দুই পক্ষের আইনজীবীরা ধাক্কাধাক্কিতেও জড়িয়ে পড়েন। বেলা ৩টা ১০ মিনিটে বিচারক এজলাসে ওঠেন এবং পরিবেশ শান্ত করে আদালতের কাজ চালিয়ে নিতে সবাইকে সহায়তার আহ্বান জানিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু করেন। আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা আদালত কক্ষের ভেতরে এবং দরজায় অবস্থান নিয়েছিল। বিএনপি সমর্থক আইনজীবীরা অবস্থান নিয়েছিল আদালত কক্ষের বাইরে। পাল্টাপাল্টি স্লোগানের মধ্যেই বেলা ৩টা ২৫ মিনিটে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। গত মঙ্গলবারও সাক্ষ্যগ্রহণের সময় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে তর্কাতর্কি ও হৈ চৈ হয়েছিল। যে কারণে বিচারককে এজলাসও ছেড়ে যেতে হয়। সেই ঘটনায় বিএনপি সমর্থক ২৮ আইনজীবীর নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মহানগর দায়রা জজ আদালতের নাজির শাহ মো. মামুন। তারপর গতকাল আবার একই ঘটনা ঘটে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক এবং তার স্ত্রী জোবায়দাকে পলাতক দেখিয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের এই মামলার বিচার চলছে।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদানের চেক প্রদান
পরবর্তী নিবন্ধস্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের বোর্ড সভা