চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার জাসাস চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা শাখার যৌথ উদ্যোগে নগরীর বিপ্লব উদ্যানে পুস্পস্তবক অর্পণ, প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার প্রদর্শন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে জাসাস চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম-২ এর সদস্য মো. আমিনুল ইসলাম ও জাসাস চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম-১ এর সদস্য মামুনুর রশিদ শিপনের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় অন্যান্যর মধ্যে জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-প্রচার সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক লায়ন এম এম মুসা বাবলু, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক নাজমা সাইদ, কাজী সাইফুল ইসলাম টুটুল, শেখ জামিল হোসেন, কণ্ঠ শিল্পী সৈয়দ জিয়াউদ্দিন, লায়ন আব্দুল মান্নান ভূইয়া, কণ্ঠশিল্পী নজরুল ইসলাম তুহিন, অভিনেতা শরীফ মো. গোলাম কিবরিয়া প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার প্রদর্শন করা হয়। এবারের অঙ্গীকার ছিল বেগম খালেদা জিয়ার অবলম্বে মুক্তি ও বিদেশে সুচিকিৎসার চলমান আন্দোলন চলছেই, চলবে।
বিকেলে আলোচনা সভা সংগঠনের কেন্দ্রীয় সদস্য মামুনুর রশিদ শিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম। সভায় জাসাসের চট্টগ্রাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন। এ সময় তারা বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সংস্কৃতি কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। সেই সাথে মানুষের ভোট ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে গণআন্দোলন গড়ে তুলতে সাহসী ভূমিকা রাখতে হবে।
জাসাস চট্টগ্রাম মহানগরের সাবেক নেতৃবৃন্দ : জাসাস চট্টগ্রাম মহানগরের সাবেক নেতৃবৃন্দ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম-২ এর সদস্য ও নগর জাসাসের সাবেক সভাপতি প্রখ্যাত সংগীত শিল্পী আব্দুল মান্নান রানা। নগর জাসাসের সাবেক সিনিয়র সহ সভাপতি দোস্ত মোহাম্মদ ভাইয়ের সভাপতিত্বে ও নগর জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালামের পরিচালনায় বক্তারা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান। বক্তব্য রাখেন, সাবেক সহ সভাপতি মো. সেলিম ইকবাল, মেহেদী হাসান, ফরিদুল আলম মিল্লাদ, মো. শফি, জাহেদ কায়ছার, খাইরুল বারি আইরিশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












