আজ চট্টগ্রামে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৫:৩৮ পূর্বাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি আজ চট্টগ্রামে আসছেন। বেলা বারোটার দিকে তিনি চট্টগ্রামে এসে পৌঁছাবেন বলে জানিয়েছেন সিএমপি অতিরিক্ত উপ-কমিশনার (নগর বিশেষ শাখা) মীর্জা সায়েম মাহমুদ। তিনি আজাদীকে বলেন, মন্ত্রী মহোদয় প্রথমে দামপাড়া পুলিশ লাইনে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।
এরপর বিকেল তিনটায় চান্দগাঁও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চত্বরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ পালন উপলক্ষে এক আলোচনা সভায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন মোছলেম উদ্দিন আহমদ এমপি। আরো বক্তব্য রাখবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে ল’ ফার্ম নিয়োগ দিতে চায় সরকার
পরবর্তী নিবন্ধবিএনপি ক্ষমতায় যেতে চোরাগলির পথ খুঁজছে : তথ্যমন্ত্রী