৭৮৬

| রবিবার , ২৫ অক্টোবর, ২০২০ at ৫:৪৪ পূর্বাহ্ণ

এবং যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এবং তাদের মেয়াদকাল পূর্ণ হয়ে যায়, তবে হে স্ত্রীদের অভিভাবকরা ! তাদেরকে বাধা দিও না এ থেকে যে, (তারা) আপন স্বামীদের সাথে বিবাহ করে নেবে, যখন পরস্পর শরীয়তের বিধিমতো রাজি হয়ে যায়। 
– আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২৩২) সূরা বাক্বারা।

তোমাদের মধ্যে যাহারা বিনয়ী, নম্র ও অমায়িক তাহারাই আমার নিকট সর্বাপেক্ষা প্রিয়। 
আল-হাদিস (বোখারী)।

অহংকে যত দূরে রাখবে তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা তত বিস্তার হবে। 
– শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। 

পূর্ববর্তী নিবন্ধক্যান্সার হাসপাতালে আনোয়ারা আলম ফাউন্ডেশনের ৫ লাখ টাকা অনুদান
পরবর্তী নিবন্ধআর্থসামাজিক অবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে