বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বার্ষিক ক্রীড়া

| শুক্রবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ১২:১৮ অপরাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইংরেজি বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান বঙ্গবন্ধু ফ্রিডম স্কোয়ারে ইংরেজী বিভাগের চেয়ারম্যান মো. আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. .এফ.এম. আওরঙ্গজেব। ইংরেজী বিভাগের শিক্ষক ও স্পোর্টস এন্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি ক্লাবের উপদেষ্টা জেবুন্নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইংরেজী বিভাগের অধ্যাপক প্রফেসর শাশ্বতী দাশ, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস.এম শোয়েভ, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজী বিভাগের শিক্ষক মাহমুদা আকতার, রিনি দত্ত, ঝিনুফার ইয়াসমিন, রাহুল সরকার, ইমরান উদ্দিন চৌধুরী, আকাশ বড়ুয়া প্রমুখ। সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিষ্টার নিউক্যাসেল দল চ্যাম্পিয়ন, ৬ষ্ঠ সেমিষ্টার প্যাসিফিক দল রানার আপ হয়। ফুটবলে গোল্ডফিঞ্চ দলের ৩য় সেমিষ্টারের ছাত্র মো. সাকিব ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন। ক্রিকেট টুর্নামেন্টে ২য় সেমিষ্টার ডিলাইটার্স দল চ্যাম্পিয়ন, ৩য় সেমিষ্টার গোল্ডফিঞ্চ রানার আপ, ২য় সেমিষ্টারের ছাত্র ডিলাইটার্স দলের ছাত্র মো. ইমরান ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন। দাবা প্রতিযোগিতায় ৬ষ্ঠ সেমিষ্টারের ছাত্র অনিমেষ ভট্টাচার্য্য চ্যাম্পিয়ন, ১ম সেমিষ্টারের ছাত্রী পিংকি দাস রানার আপ, ক্যারাম প্রতিযোগিতায় ৫ম সেমিষ্টারের ছাত্র হাসমত উল্লাহ চ্যাম্পিয়ন, ৩য় সেমিষ্টারের ছাত্র ইমদাদুল হক সজিব রানার আপ, লুডু প্রতিযোগিতায় ৫ম সেমিষ্টারের ছাত্র হাসমত উল্লাহ চ্যাম্পিয়ন, ৪র্থ সেমিষ্টারের ছাত্রী সায়মা সিদ্দিকা রানার আপ, ডার্ট বোর্ড প্রতিযোগিতায় ৩য় সেমিষ্টারের ছাত্র ইমদাদুল হক সজিব চ্যাম্পিয়ন, ৭ম সেমিষ্টারের ছাত্র মো. আনিসুর রহমান রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।

পূর্ববর্তী নিবন্ধটিএসপি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধবিপিএলে খেলার সুযোগ পেয়ে খুশি মোমিনুল