পোর্ট সিটি ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা

| মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১২ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের ২৭তম সভা গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ারের সভাপতিত্বে সভায় বিভিন্ন বিভাগ থেকে ডিগ্রী সম্পন্ন করা ৬৫৬ জন শিক্ষার্থীকে ডিগ্রী প্রদানের সুপারিশ করা হয়। এছাড়াও সকল প্রোগ্রামের ফল২০২২ সেশনের চুড়ান্ত ফলাফল ও ২০২৩ শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডর অনুমোদন দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তাহমিনা খাতুন, ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক ড. এম মজিবুর রহমান, মাহাফুজুল হায়দার চৌধুরী রোটন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, কোঅর্ডিনেটরবৃন্দ, রেজিষ্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, সকল বিভাগীয় চেয়ারম্যান সহ একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৃহত্তর ঢাকা সমিতি চট্টগ্রামের বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধসিবিইউএফটিতে বসন্ত বরণ ও পিঠা উৎসব