পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায় জুম্ম জনগণ হতাশ : সন্তু লারমা

| মঙ্গলবার , ৯ মার্চ, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

রাঙামাটি প্রতিনিধি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, ১৯৯৭ সালে কত আশা কত ভরসা নিয়ে আমরা শান্তি চুক্তি স্বাক্ষর করলাম, কিন্তু আজকে ২৩ বছর অতিবাহিত হতে চললেও চুক্তি বাস্তবায়ন না হওয়ায় আমরা হতাশ। তিনি বলেন, আগামী ২৬ মার্চ স্বাধীনতার ৫০ বছর উদযাপন করবে দেশ। সুবর্ণজয়ন্তী উৎসব পালন করা হবে। কিন্তু পার্বত্যাঞ্চলের তিন জেলায় আমরা যে জায়গায় বসবাস করছি সে জায়গা কি আমরা নিজেদের বলে দাবি করতে পারি? বিগত ৫০ বছরে আমাদের অস্তিত্ব হারাতে হারাতে আমরা সবশান্ত, কিছুই নেই এখন আমাদের। আন্তর্জাতিক নারী দিবস ও ‘হিল উইমেন্স ফেডারেশন’ এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের যৌথ উদ্যোগে গতকাল সোমবার রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সন্তুলারমা এসব কথা বলেন। তিনি আরো বলেন, সমাজে শোষণ, বঞ্চনা, অন্যায়, অবিচারের বিরুদ্ধে নারী সমাজের জাগরণ ও বীরত্বপূর্ণ সংগ্রামের গতিধারায় নারীর নিরাপত্তা, সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম তথা নারী মুক্তি আন্দোলনসহ মানব সমাজের প্রগতির ক্ষেত্রে ৮ মার্চ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক একটি দিন। পার্বত্য চট্টগ্রামের এহেন অনিশ্চিত ও নাজুক পরিস্থিতিতে পাহাড়ি নারীর সমঅধিকার ও সমমর্যাদা যেমনি প্রতিনিয়ত ভূলুন্ঠিত হতে চলেছে, তেমনি তাদের নিরাপত্তাহীন জীবন অতিবাহিত করতে হচ্ছে। সর্বোপরি পাহাড়ি নারীর জাতীয় অস্তিত্ব আজ চরম হুমকির সম্মুখীন হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। মহিলা সমিতির রাঙামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে টিআইবির ট্রাস্টি এডভোকেট সুষ্মিতা চাকমা, অবসরপ্রাপ্ত উপ-সচিব প্রকৃতি রঞ্জন চাকমা, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নান্টু ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আশিকা চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক নিপন ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি রিনা চাকমা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে নারী নির্যাতন মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআনোয়ারায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা