নন্দীরহাট লোকনাথ সেবাশ্রমে প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব

| শনিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

হাটহাজারী নন্দীরহাট লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে মন্দিরের দু’দিনব্যাপী ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্প্রতি শেষ হয়েছে। এতে নিউটন দেবনাথ ও লোকনাথ গীতাস্কুলের শিক্ষার্থীরা গীতাপাঠ করে। শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ এবং ধর্মীয় আলোচনা সভায় আশীর্বাণী প্রদান করেন কৈবল্যধামের মোহন্ত কালীপদ ভট্টাচার্য। প্রদীপ চক্রবর্তীর সভাপতিত্বে ও অধ্যাপক টিংকু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. প্রণব কুমার ধর। বক্তব্য রাখেন প্রণব সাহা বাবলু, বাবুল দেব রায়, সুভাষ চন্দ্র দাশ, মনোজ কান্তি দে, প্রকৌশলী ঝুলন কুমার দাশ, অশেষ কুমার পুরোহিত, সুব্রত বিকাশ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে গরীব, মেধাবী ও অসচ্ছল ৯৪ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বার্ষিক স্মরণিকার উন্মোচন করেন অতিথিবৃন্দ। সঙ্গীত পরিবেশন করে টিভি ও বেতার শিল্পীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাল কালাচাঁন শাহ’র ওরশ
পরবর্তী নিবন্ধবোয়ালখালীর চরখিজিরপুরে ইউছুপ আউলিয়ার ওরশ আজ