ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ঢাকায় আসছে আজ

ম্যাচে ফাঁকা থাকবে গ্যালারি

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১০ জানুয়ারি, ২০২১ at ৪:৫১ পূর্বাহ্ণ

আজ রোববার বাংলাদেশের মাটিতে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সকাল ১০টা ২৫ মিনিটে রাজধানী ঢাকায় এসে পৌঁছানোর কথা তাদের। করোনা প্রটোকল মেনে বাংলাদেশে পৌঁছানোর পরের তিনদিন হোটেলে জৈব সুরক্ষা বলয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ দলকে। তবে ১৪ জানুয়ারি থেকে শেরে বাংলা স্টেডিয়ামের পাশে বিসিবি একাডেমি মাঠে প্র্যাকটিস সেশন শুরু করতে পারবে ক্যারিবীয়রা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে ১৪ থেকে ১৭ জানুয়ারি ৪ দিনের প্র্যাকটিস সেশন কাটাবে ওয়েস্ট ইন্ডিজ দল। তিন ম্যাচ সিরিজের ওয়ানডে শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে সফরকারিরা। ১৮ জানুয়ারি বিকেএসপিতে একমাত্র প্রস্তুতি ম্যাচ। তারপর ২০, ২২ জানুয়ারি শেরে বাংলায় আর ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। টেস্ট সিরিজের আগে ২৯ থেকে ৩১ জানুয়ারি এম এ আজিজ স্টেডিয়ামে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল। ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে। এরপর ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ঢাকার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
ফাঁকা থাকবে গ্যালারি: এদিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। তবে মাঠে দর্শকদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। কারণ করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ফেরার সিরিজটি দর্শক ছাড়া আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে আয়োজিত বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দর্শকছাড়া আয়োজন করেছিল। অবশ্য বঙ্গবন্ধু কাপের শেষ দিকে কিছু দর্শক এসেছিল গ্যালারিতে।
গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান সংবাদমাধ্যমকে বলেন, এখনও পর্যন্ত আমরা দর্শক বিহীন ম্যাচ আয়োজনের পরিকল্পনায় আছি। তারপরও দর্শক নিয়ে আলাপ-আলোচনা চলছে, এখনও সময় আছে। তবে যতদূর সম্ভব মনে হচ্ছে, আমরা এই সিরিজটি দর্শক ছাড়াই করবো।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামকে পর্যটন নগরী করার প্রতিশ্রুতি শাহাদাতের
পরবর্তী নিবন্ধধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি সহযোগীসহ গ্রেপ্তার