আল্লামা তৈয়ব শাহ (রা.) ছিলেন সত্যানুসন্ধানী মানুষের আশ্রয়স্থল

সালানা ওরসে বক্তারা

| রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৪:৩৩ পূর্বাহ্ণ

গাউছিয়া কমিটি ৪১ নং ওয়ার্ড : গাউছিয়া কমিটি বাংলাদেশ পতেঙ্গা থানার ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের কোনার দোকান শাখার ব্যাবস্থাপনায় আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহের (রাঃ) পবিত্র সালানা ওরস পালিত হয়েছে। গত ২২ জুলাই হযরত উসমান গনি যুন্নুরাইন (রাঃ) জামে মসজিদে অনুষ্ঠিত ওরসে সভাপতিত্ব করেন ৪১নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমেদ চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার মোহাদ্দিস আল্লামা মুফতি জসিম উদ্দিন আজাহারী (ম.জি.আ)। প্রধান বক্তা হিসেবে তকরির পেশ করেন হযরত উসমান গনী জিন্নুরাইন (রা.) শাহী জামে মসজিদের খতিব আল্লামা মুফতি মনিরুল হাছান আলকাদেরী। এতে আরো তকরির করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবুল হাসানাত, চরণদীপ রজভিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার সিনিয়র মুদার্‌িরস মাওলানা মুফতি আনিসুর রহমান রিজভি। মাহফিলে দেশ-জাতি ও বিশ্ব মুসলমানদের জন্য দোয়া কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলে বক্তারা বলেন, পীরে কামেল হযরত আল্লামা তৈয়ব শাহ (রা) ছিলেন আধ্যাত্মিক জগতের একজন সিদ্ধপুরষ। যাঁর আধ্যাত্মিকতার কোমল পরশে অসংখ্য দিকভ্রান্ত মানুষ পেয়েছে মুক্তির ঠিকানা। উপরন্তু তিনি ছিলেন সত্যানুসন্ধানী মানুষের নিরাপদ আশ্রয়স্থল।
গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী থানা : গাউসিয়া কমিটি বাংলাদেশ পাহাড়তলী থানা উদ্যোগে আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্‌ (রহ)’র ওরস উদ্‌যাপন উপলক্ষে এক মাহফিল সংগঠনের সভাপতি ইদ্রিস মুহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মুসলিম উদ্দিনের সঞ্চালনায় হাজী আবদুল আলী জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। তকরির পেশ করেন থানা দাওয়াতে খায়র সম্পাদক হাফেজ মাওলানা আবদুল হালিম, মুহাম্মদ নাঈম উদ্দিন। আলোচনায় অংশগ্রহণ করেন মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ ফেরদৌস মিয়া, আলাউদ্দিন খান, আবদুল খালেক, মুহাম্মদ মুছা, মুহাম্মদ মফিজুর রহমান, মুহাম্মদ ইউসুফ আলী, কাজী মুহাম্মদ আব্দুল হাফেজ, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ নুরুল ইসলাম সওদাগর, কে.এম নুর উদ্দিন চৌধুরী, মুহাম্মদ শাহাব উদ্দিন, কাজী মুহাম্মদ রবিউল হোসেন রানা, মুহাম্মদ নাঈমুল হাসান তানভীর, মুহাম্মদ মাসুদ মিয়া, কামাল আহাম্মদ মজু, মুহাম্মদ জাবেদ, মুহাম্মদ জয়নুল আবেদীন, মুহাম্মদ জসিম উদ্দিন সওদাগর, মুহাম্মদ আকবর মিয়া, মুহাম্মদ সাজ্জাদ হোসেন, মুহাম্মদ ইলিয়াছ সোহেল, মুহাম্মদ ফজলুল হক ফারুক, মুহাম্মদ আলী হোসেন, ডা. মুহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবৃত্তিসন্ধ্যা তাহলে সময়, অর্জুন!
পরবর্তী নিবন্ধরাজের ‘পরাণ’ দেখতে হলে অন্তঃসত্ত্বা পরী