আবৃত্তিসন্ধ্যা তাহলে সময়, অর্জুন!

| রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৪:৩৩ পূর্বাহ্ণ

শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রমার আয়োজনে আবৃত্তিশিল্পী মনজুর মুন্নার একক আবৃত্তিসন্ধ্যা গত ২২ জুলাই অনুষ্ঠিত হয়েছে। প্রমার সভাপতি রাশেদ হাসান এতে শুভেচ্ছা বক্তব্য দেন। বক্তব্য রাখেন, কবি বিশ্বজিৎ চৌধুরী, কবি সেলিনা শেলী, কবি ওমর কায়সার। একে একে মনজুর মুন্না আবৃত্তি করেন আনিসুল হক (মা উপন্যাসের অংশবিশেষ), আবু জাফর ওবায়দুল্লাহ (রূপকথা-৩), ইয়াসিন রহমান রিপন (টেলেক্স), কাজী নজরুল ইসলাম (ঈশ্বর), জয়দেব বসু (ভারত এক খোঁজ), জীবনানন্দ দাশ (অন্ধকার), টোকন ঠাকুর (মহাকাব্যের ট্র্যাজেডি), বিনয় মজুমদার (ঈশ্বরের ভাগ্য), বিশ্বজিৎ চৌধুরী (আমি কেন আর হাত দেখি না), ভাস্কর মিত্র (নাগা পাহাড়ে বর্ষা), মো. আব্দুর রউফ ববিন (একাত্তরের চিঠি), রবীন্দ্রনাথ ঠাকুর (পায়ে চলার পথ, উদ্বোধন), লতিফুল ইসলাম শিবলী (প্যারিসের চিঠি), সব্যসাচী দেব (কর্ণ), সমর সেন (চার অধ্যায়)সহ ১৬টি কবিতা।
অনুষ্ঠান নির্দেশনায় ছিলেন রাশেদ হাসান এবং বিশ্বজিৎ পাল। সহযোগিতায় ছিলেন স্বপন দাশ, নাজমুল আলিম সাদেকী, আচরারুল হক, মামুরা মমতজ দীপা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের গানে টলিউডের পূজা
পরবর্তী নিবন্ধআল্লামা তৈয়ব শাহ (রা.) ছিলেন সত্যানুসন্ধানী মানুষের আশ্রয়স্থল