৯৫০ পিস ইয়াবা নিয়ে যুবকের ৯ বছরের কারাদণ্ড

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৯ নভেম্বর, ২০২৩ at ৯:৩০ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকা থেকে ৯৫০ পিস ইয়াবাসহ উদ্ধারের ঘটনার প্রায় ৯ বছর পর অভিযুক্ত মো. সবুজ (৪০) নামে এক যুবকের বিরুদ্ধে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়াই অভিযুক্ত সবুজের বিরুদ্ধে ৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড দিয়ে রায় প্রচার করেন চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা।

দণ্ডপ্রাপ্ত মো. সবুজ চট্টগ্রামের ভূজপুর থানার দাঁতমারা নতুনপাড়ার মানিক মিয়ার ছেলে।

মহানগর পাবলিক প্রসিকিউটর এড. আবদুর রশীদ রায়ের বিষয়টি নিশ্চিত করে দৈনিক আজাদীকে বলেন, এইটি প্রায় ৯ বছর আগের ঘটনা, ৯৫০ পিস ইয়াবাসহ পুলিশ হাতে আটক হয় মো. সবুজ এক ব্যক্তি। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় প্রচার করা হয়েছে, ৫ বছরের কারাদণ্ডের ছাড়া অর্থদণ্ড দেওয়া হয় তাকে। রায় ঘোষণার আসামী আদালতে হাজির ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৫ সালের নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকার ঘটনা। গোপন তথ্যে ভিত্তিতে অভিযান চালিয়ে মো. সবুজ নামক ঐ যুবককে ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ইপিজেড থানা পুলিশ। এ ঘটনায় সেদিনই তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয় ইপিজেড থানায়। পরে মামলায় সবুজকে একমাত্র আসামি করে পুলিশের দেওয়া অভিযোগপত্রের ভিত্তিতে ২০১৬ সালের নভেম্বর মাসে ঐ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু টানেলে হলিউডি রেস : ৫ গাড়ি জব্দ, গ্রেপ্তার দুই
পরবর্তী নিবন্ধশ্রীলঙ্কাকে হারিয়ে সেমিতে এক পা নিউজিল্যান্ডের