টানা বর্ষণের ফলে ঝুঁকিতে থাকা নগরীর কাট্টলী ও লালখান বাজার এলাকার পাহাড়, পাহাড়ের পাদদেশে বসবাসকারী ৯৫ টি পরিবারকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে জেলা প্রশাসন। পাহাড় ধসের আশংকা ও ক্ষয়ক্ষতি এড়াতে পরিবারগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সাইফুল্লাহ মজুমদার। তিনি জানিয়েছেন, আজকে (গতকাল) সন্ধ্যা পর্যন্ত কাট্টলী ঝিল–১ পাহাড় ও এর পাদদেশ থেকে ৪৫ টি পরিবারকে সরিয়ে নেওযা হয়েছে। তাদেরকে ঝিল–১ মসজিদের পাশের একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। এছাড়া লালখান বাজারের বাটালি হিল ও মতিঝর্ণা পাহাড় থেকে ৫০ টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। তাদেরকে ওআইডব্লিউসিএ কমিউনিটি স্কুল আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।
আশ্রয়কেন্দ্রে শুকনো খাবারসহ সব রকম ব্যবস্থা রাখা হয়েছে উল্লেখ করে মো. সাইফুল্লাহ মজুমদার বলেন, গত কয়েকদিন ধরে নগরীর পাহাড়গুলোতে মাইকিং করা হচ্ছে। পাহাড়, লোকজনকে পাহাড়ের পাদদেশ থেকে সরে নিরাপদে আশ্রয় নিতে বলা হচ্ছে। পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র প্রস্তুুত রয়েছে। ঝুঁকিতে থাকা পরিবার যাতে আশ্রয়কেন্দ্রে গিয়ে আশ্রয় নেয়, সে বিষয়ে মাইকিংয়ে অনুরোধ করা হচ্ছে। এখন পর্যন্ত নগরীর কোথাও (গতকাল রাত সাড়ে ৯টা পর্যন্ত) কোন পাহাড় ধসের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।