ফাইনালের আগে সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক বাবর জানান, ‘৯২ ফিরিয়ে আনতে বদ্ধপরিকর তারা। এমসিজির ইয়ারা পার্কে বসে বাবর বলেছেন, ‘হ্যাঁ, (১৯৯২ বিশ্বকাপের সঙ্গে) মিল তো আছেই। স্পষ্ট জানাতে চাই- আমরা ট্রফিটা জেতার চেষ্টা করবো।’
সংবাদমাধ্যমকে জানিয়েছেন বাবর, ‘মাঠে পাকিস্তান দলটার অধিনায়কত্ব করাও গর্বের, বিশেষ করে এমন একটা মাঠে। ইনশাআল্লাহ, রোববারের ম্যাচে আমরা নিজেদের শতভাগ উজাড় করে দেবো।’ বাবর বলেন, ‘দেখুন, প্রথম দুই ম্যাচ হারের মাশুল দিতে হয়েছিল। কিন্তু শেষ চার ম্যাচে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটা এককথায় দুর্দান্ত। আমরা ভালো ক্রিকেট খেলেছি। ফাইনালেও এটা ধরে রাখার চেষ্টা করবো।’