৯১-এর ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে দোয়া মাহফিল

| শনিবার , ৩০ এপ্রিল, ২০২২ at ৮:৪৯ পূর্বাহ্ণ

১৯৯১সালের ২৯ এপ্রিল ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে দোয়া মাহফিল, আলোচনা সভা ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল আবদুল মাবুদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সংগঠনের চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলমের সভাপতিত্বে চাঁদপুর কিউ.এইচ.আর.ডি.ইউ সিনিয়র মাদ্‌রাসা অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাদ্‌রাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ আহমদ, চাঁদপুর বাজার কমিটির সভাপতি নুরুল হোসেন লিটু, প্রেমানন্দ চৌধুরী, বাঁশখালী উপজেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি আব্দুচ ছবুর, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মামুনুর রশিদ, মোহাম্মদ ইদ্রিস, আলী আহমদ, ছাত্রলীগ নেতা আরফাত, মনির, মো. বাপ্পি প্রমুখ। প্রধান অতিথি বলেন, ৯১ সালের ২৯ এপ্রিল যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করেন। এ সময় প্রধান অতিথি দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখুনিদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধহালদার ডিম সংগ্রহকারীদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ