৯০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ জুন, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিংয়ের ঈদগাঁ এলাকা থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় আপন দুই ভাইকে (পলাতক) যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন ঈদগাঁ এলাকার মৃত রফিক ড্রাইভারের ছেলে মো. আনোয়ার হোসেন ও জামাল হোসেন। গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নোমান চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেছেন।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৫ জুন ৯০ বোতল ফেনসিডিলসহ দণ্ডপ্রাপ্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ডবলমুরিং থানায় পুলিশ মামলা দায়ের করেন। পরের বছর দুই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করলে তাদের বিরুদ্ধে বিচার শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধবিপ্লবীদের স্মৃতি বিজড়িত স্থানসমূহ রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক কার্ডিওভাস্কুলার কনফারেন্স শুরু কাল থেকে