নগরীর ডবলমুরিংয়ের ঈদগাঁ এলাকা থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় আপন দুই ভাইকে (পলাতক) যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন ঈদগাঁ এলাকার মৃত রফিক ড্রাইভারের ছেলে মো. আনোয়ার হোসেন ও জামাল হোসেন। গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নোমান চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেছেন।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৫ জুন ৯০ বোতল ফেনসিডিলসহ দণ্ডপ্রাপ্ত দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ডবলমুরিং থানায় পুলিশ মামলা দায়ের করেন। পরের বছর দুই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করলে তাদের বিরুদ্ধে বিচার শুরু হয়।