ইনজুরি, করোনা আর ফিটনেসের সাথে লড়াই করে জয়ী মাশরাফি অবশেষে ফিরলেন মাঠে। প্রায় ৯ মাস পর মাঠের ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক। লটারিতে দল নিশ্চিত হওয়ার পর মাঠে নামতে খুব বেশি অপেক্ষা করতে হলো না মাশরাফিকে। চট্টগ্রামের বিপক্ষে গতকাল খুলনার হয়ে মাঠে নামেন মাশরাফি। গত ১৬ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে খেলেছিলেন মাশরাফি। এরপর সব ধরনের ক্রিকেট মিলিয়েই এটি তার প্রথম ম্যাচ। গতকাল প্রথমে ব্যাটিং করতে নেমেছিল খুলনা। আর চার নম্বরে ব্যাট করতে নামনে মাশরাফি। যদিও ফেরাটাকে ব্যাট হাতে উদযাপন করতে পারেননি মাশরাফি। মাত্র এক বল খেলে এক রান নিয়ে রান আউটের ফাঁদে পড়ে ফিরেন মাশরাফি।
করোনার সময় ঘরবন্দি মাশরাফি নিজেকে ফিট রাখতে প্রায় ১৪ কেজি ওজন কমিয়েছিলেন। পরে নিজে আক্রান্ত হন করোনায়। করোনার ধকল কাটিয়ে ফিটনেস ট্রেনিং শুরুর পর আঘাত পান হ্যামস্ট্রিংয়ে। তাতে তার ক্রিকেটে ফেরাটা পিছিয়ে যায় আবারও। ওই ইনজুরির কারণেই তার জায়গা হয়নি বঙ্গবন্ধু টি-টোয়েন্টির প্লেয়ার্স ড্রাফটে। তখনই বিসিবি থেকে বলা হয়েছিল, টুর্নামেন্ট চলার সময় তিনি ফিট হয়ে উঠলে কোনো দল আগ্রহী হলে তাকে নিতে পারবে। গত ১ ডিসেম্বর মাশরাফি বোলিং অনুশীলনে ফেরার পর তাকে নিতে আগ্রহ জানায় ৪টি দল। ফিটনেস পরীক্ষায় উতরে যাওয়ার পর লটারির মাধ্যমে মাশরাফির ঠিকানা হয় খুলনা।