৯ বছর পর মিলল পিকাসোর চিত্রকর্ম

| বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৭:২০ পূর্বাহ্ণ

গ্রিসের ন্যাশনাল আর্ট গ্যালারিতে ৯ বছর আগে ডাকাতির ঘটনায় স্পেনের নাম করা চিত্রশিল্পী পাবলো পিকাসোর খোয়া যাওয়া চিত্রকর্ম অবশেষে উদ্ধার হয়েছে। সোমবার গ্রিসের রাজধানী এথেন্সের পুলিশ বলেছে, পিকাসোর ‘উইমেন্স হেড’ খুঁজে পাওয়া গেছে। সেইসঙ্গে পাওয়া গেছে ডাচ শিল্পী পিত মন্দ্রিয়ানের ১৯০৫ সালের চিত্রকর্ম ‘উইন্ডমিল’। খবর বিডিনিউজের।
বিবিসি জানায়, এথেন্সের ন্যাশনাল গ্যালারিতে ২০১২ সালে ডাকাতি হয়। ওই সময় এ দুটি চিত্রকর্মের সঙ্গে তৃতীয় আরেকটি চিত্রকর্মও নিয়ে গিয়েছিল ডাকাতেরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তার বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এথেন্সের উপকণ্ঠের একটি ঘাটে শিল্পকর্মটি লুকানো অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় এক গ্রিক নাগরিককে পুলিশ গ্রেপ্তার করেছে। কয়েক মাস আগে পুলিশ জানিয়েছিল, তাদের ধারণা শিল্পকর্মগুলো গ্রিসেই আছে। সেই ধারণার প্রেক্ষিতে সোমবার চিত্রকর্ম উদ্ধারের ঘোষণা এল।
১৯৪৯ সালে এথেন্সের ন্যাশনাল গ্যালারিকে পিকাসো তার চিত্রকর্মটি নিজেই উপহার দিয়েছিলেন। তারও প্রায় এক দশক আগে ছবিটি আঁকা হয়। পিকাসো বলেছিলেন, এ ছবি নাৎসি জার্মানির বিরুদ্ধে দেশটির প্রতিরোধের স্বীকৃতির চিহ্ন বহন করছে।

পূর্ববর্তী নিবন্ধড. মইনুল ইসলামের কলাম
পরবর্তী নিবন্ধবিশ্বে করোনায় সংক্রমণ ও মৃত্যু বাড়ছে