৯ নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের এলাকাবাসীদের বাঁচানোর আবেদন

| রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৫:১৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড থানার ৯ নং ভাটিয়ারী ইউনিয়নের মির্জানগর, তুলাতলী এবং ফৌজদারহাট এলাকায় এক শ্রেণির অসাধু ব্যক্তি স্থানীয় গ্যাস ডিলার থেকে নতুন নতুন গ্যাস বোতল এনে অকেজো বোতলের সাথে রাত্রের অন্ধকারে গ্যাস কার্টার দিয়ে কেটে স্ক্র্যাপ বানিয়ে রোলিং মিলে সাপ্লাই করে। এতে করে দৈনিক দশ হাজার নতুন বোতল কাটা হচ্ছে। ফলে অচিরেই এই সমস্ত গ্যাস বোতলের শূন্যতা দেখা দিবে। কিন্তু এলাকাবাসীদের দুঃখ একটাই বোতল সিলিন্ডার কাটার সময় অকেজো যে সমস্ত সিলিন্ডারগুলি কাটে সেখান থেকে যে বিষাক্ত গ্যাস নির্গত হয় তাতে এলাকাবাসীদের বসবাস করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। লোক চক্ষুর আড়ালে এ কাজ সংঘটিত হয়। প্রশাসনের লোকেরা তাদের কাছ থেকে চাঁদা নিয়ে চলে যায়। গ্যাস সিলিন্ডারের বিষাক্ত গ্যাস এবং কাটার শব্দে এলাকা বিষাক্ত হয়ে যায়। বিষয়টি অতি স্পর্শকাতর ও যন্ত্রনাদায়ক বটে। এলাকার উচ্ছৃঙ্খল যুবকদের কারণে এলাকাবাসী তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। তারা পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেয়ার তোয়াক্কা করে না।

মোঃ কামাল উদ্দিন মেম্বার
৯ নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদ,
সীতাকুণ্ড, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধউত্তম কুমার : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে নিখোঁজ ব্লক চেয়ারম্যান অজ্ঞান অবস্থায় উদ্ধার