৮০০ টন চুনাপাথর নিয়ে হাতিয়ার উপকূলে ডুবলো লাইটারেজ জাহাজ

১২ নাবিকের সকলকে জীবিত উদ্ধার

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৭ জুলাই, ২০২৫ at ৪:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর থেকে চুনাপাথর নিয়ে মীরপুর যাওয়ার পথে হাতিয়ার অদূরে ৮০০ টন চুনাপাথর নিয়ে একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। সাগরের তীব্র ঢেউয়ের তোড়ে এম ভি হাজী সাদ মোহাম্মদ১ নামের লাইটারেজ জাহাজটি ডুবে গেলেও ভাগ্যক্রমে এর ১২ জন নাবিককে অপর একটি লাইটারেজ জাহাজ উদ্ধার করেছে।

জাহাজটি গত শুক্রবার রাত ১২টা নাগাদ উক্ত এলাকা অতিক্রমকালে ডুবে যায়। চট্টগ্রামের জামাল শিপিং লাইন্সের মালিকানাধীন জাহাজটি এমভি ফাতেমা জাহান১ নামের মাদার ভ্যাসেল থেকে চুনাপাথর খালাস করে মীরপুর যাচ্ছিল।

লাইটারেজ জাহাজের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল জানিয়েছে, জাহাজটি চট্টগ্রাম থেকে মীরপুর যাওয়ার পথে হাতিয়া উপকূলীয় এলাকায় প্রবল ঝড়ের মুখোমুখি হয়। ঝড়ের তীব্রতায় জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্র তলদেশে থাকা একটি অদৃশ্য বস্তুতে ধাক্কা খায়। এতে করে চুনাপাথরবাহী লাইটারেজ জাহাজটি ডুবে যায়।

পূর্ববর্তী নিবন্ধসারাদেশে বৃষ্টির আভাস, ১৫ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা
পরবর্তী নিবন্ধগৃহবধূকে ধর্ষণ ও পর্নোগ্রাফি ছড়িয়ে ব্ল্যাকমেইল