৮০০ কোটির প্রাসাদ, ১০৩ কোটির ফ্ল্যাট!

সাইফের সম্পত্তির তালিকায় আর কী কী রয়েছে

| শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ at ৫:৪৫ পূর্বাহ্ণ

মুম্বাইয়ের বান্দ্রায় বিলাসবহুল এলাকায় ফ্ল্যাট রয়েছে সাইফের। সেই ফ্ল্যাটেই গুরুতর জখম হন অভিনেতা। ১২ তলার এই ফ্ল্যাটের অষ্টম তলায় থাকেন তিনি। মুম্বাইয়ের এই ফ্ল্যাটটি নাকি ১০ বছর আগে কিনেছিলেন সাইফ। বর্তমানে এই ফ্ল্যাটের বাজারমূল্য ১০৩ কোটি রুপি। এই ফ্ল্যাটে মোট পাঁচটি বেডরুম রয়েছে। বিশাল ছাদবারান্দার পাশাপাশি রয়েছে আরও দুটি বড় ঘর। গানবাজনার জন্য একটি ঘর এবং অন্য ঘরটি শরীরচর্চা করার জন্য। ছাদে রয়েছে বড় সুইমিং পুলও।

২০২৪ সালের হিসাব অনুযায়ী, ভারতীয় অভিনেতাদের মধ্যে মোট সম্পত্তির তালিকায় নবম স্থানে নাম রয়েছেন সাইফ। ২০২৪ সাল পর্যন্ত বলিউড অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ১২০০ কোটি রুপিরও বেশি। শোনা যায়, অভিনয় করতে ছবিপ্রতি ১০ থেকে ১৫ কোটি রুপি পারিশ্রমিক নেন সাইফ।

উত্তরাধিকার সূত্রে বর্তমানে ‘পতৌদী প্যালেসে’ পরিবারসহ থাকেন সাইফ। খবরে জানা যায়, শাহরুখের ‘মান্নাত’ এর বর্তমান বাজারমূল্য ২০০ কোটি রুপি। অমিতাভের ‘জলসা’র আনুমানিক বাজারমূল্য ১০০ থেকে ১২০ কোটি রুপি। তবে মূল্যের নিরিখে ‘পতৌদী প্যালেস’ অনেকটাই এগিয়ে। এই প্রাসাদের বাজারমূল্য আনুমানিক ৮০০ কোটি রুপি। প্রায় ১০ একর জমির উপর তৈরি হয়েছিল পতৌদী প্যালেস। এই প্রাসাদে নাকি দেড়শো ঘর রয়েছে। প্রতিটি ঘরেই নবাবিয়ানার ছোঁয়া। ভারতের প্রাক্তন ক্রিকেটার নবাব ইফতিখার আলি খান পতৌদী বানিয়েছিলেন পতৌদী প্যালেস।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর ৯ ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নিয়োগ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ১২জন বেসরকারি কারা পরিদর্শক নিয়োগ