৮ বছর পর ওটিটিতে আসছে ‘আয়নাবাজি’

| শনিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ১১:০৯ পূর্বাহ্ণ

মুক্তির আট বছর পর ওটিটিতে আসছে জনপ্রিয় সিনেমা ‘আয়নাবাজি’। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচই এ সিনেমাটি দেখা যাওয়ার কথা বলেছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। হইচই বাংলাদেশ পেইজ থেকেও এ খবর দেওয়া হয়েছে। নির্মাতা অমিতাভ রেজা বলেন, সিনেমাটি ঘিরে এখনও দর্শকের আগ্রহ রয়েছে। আশা করি ওটিটিতেও সিনেমাটি অনেকেই আবারও দেখবেন। ২০১৬ সালে মুক্তির পরপর আলোড়ন তোলে ‘আয়নাবাজি’। বাংলাদেশের গত কয়েক দশকের সবচেয়ে সফল ছবির তালিকায় উঠে আসে এটির নাম।

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল ‘আয়নাবাজি’। সিনেমাটিতে শরাফত করিম আয়না চরিত্রে অভিনয় করে মুগ্ধ করেন চঞ্চল চৌধুরী। এতে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা হওয়ার পাশাপাশি ওই বছর ‘আয়নাবাজি’ বিভিন্ন ক্যাটাগরিতে আরও সাতটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। মুক্তির আগে থেকেই দেশে ও বিদেশে আলোচিত চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় যুক্তরাষ্ট্রের সিয়াটলে, ইউরোপিয়ান প্রিমিয়ার হয় ম্যানহাইমহাইডেলর্বাগে এবং ইন্ডিয়ান প্রিমিয়ার গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধ৩৩ দিন ধরে দুবাইতে আটকে আছেন অভিনেত্রী সোফিয়া হায়াত
পরবর্তী নিবন্ধশেখ রেহানার চরিত্রে মিষ্টি জান্নাত, নেবেন না পারিশ্রমিক