ইটিপির আউটলেট বন্ধ, পরিবেশগত ছাড়পত্রবিহীন প্রতিষ্ঠান পরিচালনা, বায়ু দূষণ এবং তরল বর্জ্য নির্গমন করে নদী দূষণের অভিযোগে নগরীর ৮টি প্রতিষ্ঠানকে সোয়া ৪ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে পৃথক পৃথক শুনানি শেষে প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন অংকের পরিবেশগত ক্ষতিপূরণ (জরিমানা) প্রদানের আদেশ দেন কার্যালয়ের পরিচালক মো. নূরুল্লাহ নূরী। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয় সূত্রে জানা গেছে, বায়ু দূষণের অপরাধে দক্ষিণ হালিশহরের হাইডেল বার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডকে এক লক্ষ টাকা, নাসিরাবাদ শিল্প এলাকার বায়েজিদ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫০ হাজার টাকা, পরিবেশগত ছাড়পত্রবিহীন প্রতিষ্ঠান পরিচালনার অপরাধে আকবরশাহ জয়ন্তিকা আবাসিক এলাকার তৈয়ব ডেইরি ফার্মকে ১৫ হাজার টাকা, শব্দ দূষণের অপরাধে হালিশহর কে ব্লকের স্বপ্ন সুপারশপকে ৫০ হাজার টাকা, কর্ণফুলী ইপিজেডের ন্যাচারাব এঙেসরিজ বাংলাদেশ (প্রা.) লিমিটেডকে ৫৫ হাজার টাকা, তরল বর্জ্য নির্গমণ করার অপরাধে পূর্ব পতেঙ্গার এম জে এল বাংলাদেশ লিমিটেডকে ৫ হাজার টাকা, কালুরঘাটের সিনথেটিক এডেসিভ কোম্পানি লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।