৮ ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ডসহ ভাইব্রেন্ট প্রেসিডেন্টের স্বীকৃতি

রোটারি ক্লাব অব রিভারাইন হালদা

| বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ at ১১:১৩ পূর্বাহ্ণ

৮টি ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ডসহ ভাইব্রেন্ট প্রেসিডেন্ট স্বীকৃতি পেল রোটারি ক্লাব অব রিভারাইন হালদা। জেলা গভর্নর আবু ফয়েজ খান চৌধুরী গত ২৪ জুন কুমিল্লা বার্ডে আয়োজিত অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ জাবেদকে এই অ্যাওয়ার্ড তুলে দেন।

জেলা ৩২৮২ বাংলাদেশের মোট ১৮২টি ক্লাবের মধ্যে ভাইব্রেন্ট প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডসহ অর্জনগুলোর মধ্যে রয়েছে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া কভারেজে প্রথম স্থান, কিডনি চিকিৎসা সহযোগিতায় দ্বিতীয় স্থান, কম খরচে অসহায় মানুষকে আবাসন নির্মাণে তৃতীয় স্থান, ক্লাবে সর্বোচ্চ মহিলা সদস্য সংখ্যা বৃদ্ধিতে তৃতীয় স্থান এবং পোলিও নির্মূলে সহযোগিতায় অবদান, গভর্নর অগ্রাধিকার প্রকল্প সম্পন্ন ও যথাসময়ে ডিস্ট্রিক্ট ডিউস প্রদান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারিয়ান মুনমুন আফরোজ, পিডিজি প্রফেসর ড. আবু তৈয়ব চৌধুরী, পিডিজি এম আতাউর রহমান পীর, পিডিএফএল ফিরোজা আকতার, ডিস্ট্রিক্ট গভর্নর (২০২৩-২০২৪) পিপি প্রকৌশলী মো. মতিউর রহমান ও পিপি শামিনা ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা সেতুর উদ্বোধনে খুলশী ক্লাবে আনন্দ উৎসব
পরবর্তী নিবন্ধসরকারি চাল উদ্ধার ঘটনায় বাকলিয়া থেকে গ্রেপ্তার ১