৮ জেলায় সড়কে প্রাণ গেল ১২ জনের

| রবিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

দেশের আট জেলায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় একজন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একজন, গাজীপুরের শ্রীপুর উপজেলায় একজন, পিরোজপুরের নাজিরপুর উপজেলায় একজন, সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় শিশুসহ দুজন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দুজন ও কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলায় তিনজন। এছাড়া রাজধানীর পল্টন জিরো পয়েন্ট মোড়ে রয়েছেন একজন। গতকাল শনিবার ভোর থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধ‘বিজিএমইএ স্কুলের শিক্ষার মান আরো বৃদ্ধি করা হবে’
পরবর্তী নিবন্ধর‌্যাংকস এফসি প্রপার্টিজের সেবা সপ্তাহ উদ্বোধন