৮ জনকে আসামি করে মামলা

মীরসরাইয়ে বিএনপি নেতা খুন

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ at ৬:৫৯ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার বারইয়াহাট বাজারে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা কবির আহম্মদ চৌধুরীর মৃত্যুর ঘটনায় ৮ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এরই মধ্যে ঘটনার দিনই মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জোরারগঞ্জ থানা সূত্রে জানা গেছে, কবির আহম্মদ চৌধুরী খুনের ঘটনায় তার পুত্র দিদারুল আলম ৮ জনকে দায়ী করে থানায় এজাহার দায়ের করেছেন। তারা হলেন, নাছির উদ্দিন, কামাল উদ্দিন, আবু সাঈদ, মোস্তাফিজুর রহমান সোহেল, মো. আরিফ, জিয়াউদ্দিন বাবলু, ফিরোজ ও সোহাগ।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, আসামিদের মধ্যে প্রধান আসামি নাছিরকে গ্রেপ্তারের পাশাপাশি অন্যতম আসামি মোস্তাফিজুর রহমান সোহেলকেও গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরার চেষ্টা চলছে।

এই বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি শিফাতুল মাজদার বলেন, খুন হওয়া ব্যক্তি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘদিন বকেয়া থাকা দোকান ঘরের ভাড়ার টাকা নিয়ে তার সঙ্গে ভাড়াটিয়া কামাল ও নাছিরের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর মধ্যে তার দুই পুত্র দিদার ও জামশেদের সঙ্গে কামাল ও নাছিরের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে কবির আহম্মদ চৌধুরী (৬৫) খুনের শিকার হন। তিনি বলেন, ঘটনার সঠিক তদন্ত রিপোর্টসহ সব আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণের সকল ব্যবস্থা করা হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট বাজারের রুপনগর পেট্রোল পাম্পের উত্তরে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের পাশে ভাড়াটিয়া নাছির, কামালসহ কতিপয় হামলাকারীর উপর্যুপরির আঘাতে কবির আহাম্মদ মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। গতকাল শুক্রবার বাদে আছর নামাজে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়।

পূর্ববর্তী নিবন্ধটংকাবতী খালের ভাঙনে বিলীন সড়ক, ঝুঁকিতে অর্ধশত পরিবার
পরবর্তী নিবন্ধপ্রকৃত দখলদারদের বাদ দিয়ে আদালতে প্রতিবেদন দাখিলের অভিযোগ