৮ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা বিএনপির

শৃঙ্খলা ভঙ্গ

| বুধবার , ৩০ জুলাই, ২০২৫ at ৫:১০ পূর্বাহ্ণ

দলীয় শৃঙ্খলার অভিযোগে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ৮ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দলটি। ওই চিকিৎসকরা হলেনখায়রুল ইসলাম, রফিকুল কবির লাবু, মো. ফারুক হোসেন, মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু, এম এ কামাল, সাজিদ, শাওন ও রাকিব। গতকাল মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ

যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড্যাবসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রাথমিক সদস্যসহ যেকোনো পর্যায়ের পদে তাদের সংশ্লিষ্টতা থাকবে না। খবর বিডিনিউজের।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতিআদর্শ ও সংহতি পরিপন্থি কার্যকলাপের জন্য এ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। কোনো সংগঠন তাদের অন্তর্ভুক্ত করলে সেসব সংগঠনের দায়ীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।

পূর্ববর্তী নিবন্ধডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর
পরবর্তী নিবন্ধরাউজানে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, গুলি