যারা ইতোপূর্বে পথভ্রষ্ট করেছে এবং সরল পথ থেকে দূরে সরে গেছে।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:৭৭) সূরা মা–ইদাহ।
হে আল্লাহ! হাজীকে ক্ষমা করো এবং তাহাকে ক্ষমা করো হাজীগণ যাহার জন্য ক্ষমা প্রার্থনা করে।
– আল–হাদিস (ছগির)
অনেক মারাত্মক ভুলের জন্য অহংকার দায়ী থাকে।
– রাসকিন।