৭৮৬

0
৭৮৬

এটা নয় কি যে, ‘আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং সেটার উপর, যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে আর সেটার উপর ও, যা পূর্বে অবতীর্ণ হয়েছে? এবং এ যে, তোমাদের মধ্যে অনেকেই হুকুম অমান্যকারী।

আলকোরানের বঙ্গানুবাদ (৫ঃ৫৯), সূরা মাইদাহ।

জুমআর নামাজ তরক করিওনা, কারণ জুমআ তরককারীর অন্তরে সিল মোহর করিয়া অভিশপ্তদের দলের মধ্যে দাখেল করা হইবে।

আলহাদীস (মোসলেম)

 

অতিমাত্রায় বাস্তববাদী লোকেরা সচ্ছলতা পায় কিন্তু সব সময় শান্তি পায় না।

জর্জ গ্রানভিল।