৭৮৬

| সোমবার , ১০ এপ্রিল, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

এবং আমি তাওরীতের মধ্যে তাদের উপর ওয়াজিব করেছি যে, প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত এবং যখমসমূহের বদলে অনুরূপ বদলা।

আলকোরানের বঙ্গানুবাদ (:৪৫) সূরামাইদাহ্‌।

নিশ্চয় প্রত্যেক রাত্রিতে এমন একটি সময় আছে, যে সময়ে কোন মুসলমান আল্লাহর নিকট দুনিয়া ও আখেরাতের মঙ্গলের জন্য কোন প্রার্থনা করে, সে তাহা প্রাপ্ত হয়।।

আলহাদিস (মোসলেম)

দরিদ্র নিয়ে ভাবে অনেকে কিন্তু তাদের জন্য কিছু করে খুব স্বল্প সংখ্যক লোক।

রবার্ট বার্টন।

পূর্ববর্তী নিবন্ধহালদার মুখে রাতে জাল শুকানো হয় দিনে
পরবর্তী নিবন্ধঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করা অন্যতম চ্যালেঞ্জের বিষয়