হে ঈমানদার! আল্লাহর আদেশের উপর খুব অটল হয়ে যাও ন্যায় সহকারে সাক্ষ্য দিতে, তোমাদেরকে কোন সম্প্রদায়ের শত্রুতা যেন এর প্রতি প্ররোচিত না করে যে, সুবিচার করবে না।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:০৮) সূরা মা–ইদাহ।
ক্ষুধা কম কর, কারণ এ জগতে যাহারা ভরাপেটে থাকিবে, আখেরাতে অধিকাংশ অনাহারে থাকিবে।
– আল–হাদিস (তিরমিজী)
সব সমস্যার প্রতিকার হচ্ছে ধৈর্য ও চেষ্টা।
– প্লুটাস।