৭৮৬

| মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:০৬ পূর্বাহ্ণ

তিনিই হন যিনি আপনার উপর এ কিতাব অবতারণ করেছেন, এর কতেক আয়াত সুস্পষ্ট অর্থবোধক, সেগুলো কিতাবের মূল এবং অন্যগুলো হচ্ছে ওইসব আয়াত, যেগুলোর মধ্যে একাধিক অর্থের সম্ভাবনা রয়েছে। 
-আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:০৭) সূরা আ-ল-ই ‘ইমরান’।

তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে না- ধোকাবাজ, কৃপণ ও যে দান করিয়া দানের গৌরব করিয়া বেড়ায়। 
– আল-হাদিস (নাছায়ী)।
আচরণ হচ্ছে এমন এক আয়না যাতে প্রত্যেক মানুষের নিজ প্রতিবিম্ব দেখা যায়। 
-গেটে

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় কোটি টাকার ইয়াবা উদ্ধার গ্রেপ্তার দুই
পরবর্তী নিবন্ধনগর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে পালন করতে হবে নাগরিক দায়িত্ব