তিনিই হন যিনি আপনার উপর এ কিতাব অবতারণ করেছেন, এর কতেক আয়াত সুস্পষ্ট অর্থবোধক, সেগুলো কিতাবের মূল এবং অন্যগুলো হচ্ছে ওইসব আয়াত, যেগুলোর মধ্যে একাধিক অর্থের সম্ভাবনা রয়েছে।
-আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:০৭) সূরা আ-ল-ই ‘ইমরান’।
তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে না- ধোকাবাজ, কৃপণ ও যে দান করিয়া দানের গৌরব করিয়া বেড়ায়।
– আল-হাদিস (নাছায়ী)।
আচরণ হচ্ছে এমন এক আয়না যাতে প্রত্যেক মানুষের নিজ প্রতিবিম্ব দেখা যায়।
-গেটে