অতঃপর যদি দুজন পুরুষ না থাকে তবে একজন পুরুষ এবং দুজন স্ত্রী লোক এমন সাক্ষী যাদেরকে পছন্দ করো, যাতে স্ত্রীলোকদ্বয়ের মধ্যে একজন ভুলে গেলে সেই একজনকে অপরজন স্মরণ করিয়ে দেয়।
-আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২৮২) সূরা বাক্বারা।
যে ব্যক্তি আল্লাহ ও বিচার দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যেন নিজের প্রতিবেশীকে কষ্ট না দেয়।
-আল-হাদিস (বোখারী)।
স্বাস্থ্য এবং টাকা দুটোই ক্ষণস্থায়ী, দুটো নিয়ে কখনো অহংকার করা উচিত নয়।
-চার্লস ফার্গুসন।