কোন জোর-জবরদস্তী নেই ধর্মের মধ্যে নিশ্চয় খুব পৃথক হয়েছে সত্য পথভ্রান্তি থেকে। সুতরাং যে শয়তানকে অমান্য করে এবং আল্লাহর উপর ঈমান আনে, সে এমন এক মজবুত গ্রন্থি ধারণ করেছে যা কখনো খুলে যাবার নয়, এবং আল্লাহ শ্রোতা, জ্ঞাতা।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২৫৬) সূরা বাক্বারা।
যে ব্যক্তি তার ভ্রাতার সম্মান রক্ষা করিবে। কিয়ামতের দিন আল্লাহতায়ালা তাকে দোজখের আজাব হইতে রক্ষা করিবেন।
– আল-হাদিস (তিরমিজী)।
যার পেটে ক্ষুধা সে কখনো রাজনৈতিক উপদেষ্টা হতে পারে না।
– আইনস্টাইন।