আল্লাহ হন ; যিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই। তিনি নিজে এবং অন্যান্যদের অধিষ্ঠিত রাখেন। তাঁকে না তন্দ্রা স্পর্শ করে, না নিদ্রা
-আল কুরআনের বঙ্গানুবাদ (২:২৫৫) সূরা বাক্বারা।
মুসলমানের ক্রয় করা জিনিস যে ফেরত লয়, আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তাহার দোষ ফেরত লইবেন।
-আল-হাদিস (আবু দাউদ, ইবনে মাজা)।
সত্যিকার অর্থে জীবন হচ্ছে ভালো কাজের সমন্বয় ।
-ডন মারকুইজ।