দুনিয়া ও আখিরাতের কাজ। আর আপনাকে এতিমদের মাসআলা জিজ্ঞেস করছে। আপনি বলুন, তাদের কল্যাণ করা উত্তম এবং যদি নিজেদের ও তাদের ব্যয় একত্র করে নাও।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (২:২২০) সূরা বাক্বারা।
যে ব্যক্তি জমির সীমা (অন্যায়ভাবে) পরিবর্তন করে আল্লাহ তাহার প্রতি লানত প্রেরণ করেন।
– আল–হাদিস (মোসলেম)।
মারাত্মক সব ভুলের জন্য বেশির ভাগ সময়ই অহঙ্কার দায়ী থাকে।
– সিডনি ডোবেল।