আর ওইসব লোক, যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং স্বীয় সম্পদ ও জীবন দ্বারা আল্লাহ্র পথে যুদ্ধ করেছে, আল্লাহ্র নিকট তাদের মর্যাদা বড় এবং তারাই সফলকাম।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৯:২০) সূরা তাওবা।
দুইটি জিনিষ কুফরী– একটি বংশের উপর ভর্ৎসনা করা অপরটি মৃত ব্যক্তির জন্য বিলাপ করা।
– আল–হাদীস (মোসলেম)।
চর্চার উপরই অনেক কিছুর বিকাশ ও সাফল্য নির্ভর করে।
– ভার্জিল।





