কাজেই, তাদের সাথে যুদ্ধ করো। আল্লাহ্ তোমাদের হাতে তাদেরকে শাস্তি দেবেন এবং তাদেরকে লাঞ্ছিত করবেন,
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৯: ১৪) সূরা তাওবা।
ঘুষদাতা ও গ্রহীতা উভয়ের প্রতি আল্লাহতায়ালা লানত বর্ষণ করেন।
– আল–হাদীস (আবু দাউদ, তিরমিজী)।
আশাবাদী লোকের মন উদার হয়।
– ওয়ার্ডসওয়ার্থ।









