সুতরাং যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের জন্য চুক্তিতে স্থির থাকবে তোমরাও তাদের জন্য স্থির থাকো। নিঃসন্দেহে, আল্লাহ পরহেজদারদেরকে ভালবাসেন।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৯: ০৭) সূরা তাওবা।
যে ঋণগ্রহস্তকে মাফ করিয়া দেন বা সময় দেন, আল্লাহতায়ালা তাঁহার ছায়ার নিচে তাহাকে ছায়াদান করিবেন।
– আল–হাদীস (মোসলেম)।
সঙ্গী সাথীরা খারাপ হলে অপরাধ প্রবণতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে।
– রবার্ট শেরউড।







