এবং কখনো যদি তুমি দেখতে পেতে যখন ফিরিশতাগণ কাফিরদের প্রাণ হনন করছে, আঘাত করছে তাদের মুখমন্ডলের উপর এবং তাদের পিঠের উপর, এবং স্বাদ গ্রহণ করো আগুনের শাস্তির।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৮:৫০) সূরা আল–আন্ফাল।
যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের উপর বিশ্বাস করে, সে যেন সৎ কথা বলে এবং মৌনাবলম্বন করে।
– আল–হাদীস (বোখারী, মোসলেম)।
খ্যাতি ধরে রাখতে পারলে তা উজ্জ্বলতর হয়।
– সুইফট।








