এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত কোন ফ্যাসাদ অবশিষ্ট না থাকে এবং সমগ্র দ্বীন আল্লাহরই হয়ে যায়; আর যদি তারা বিরত থাকে, তবে আল্লাহ তাদের কাজ দেখছেন।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৮:৩৯) সূরা আল–আন্্ফাল।
যে আল্লাহর সন্তুষ্টির জন্য সূরা ইয়াছিন পাঠ করে তাহার অতীত পাপ মার্জনা হয়। অতএব মুমূর্ষু লোকদের নিকট উহা পাঠ কর।
– আল–হাদীস (বায়হাকী)।
এমন কোন প্রবাদ নেই, যা সত্যি নয়।
– কার্ভেন্টিস।